ভোটের মুখে ফের গোয়া সফরে অভিষেক, প্রকাশ করতে পারেন প্রার্থীতালিকা

শিয়রে বিধানসভা ভোটে। শেষ মুহূর্তের রণনীতি ঠিক করে গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। জানা গিয়েছে, সোমবার বিকেলে কলকাতা থেকে রওনা দেবেন তিনি। তিন দিন সৈকত শহরে তাঁর লাগাতার কর্মসূচি রয়েছে। তৃণমূল সূত্রে খবর, এই দিন দিনের সফরেই গোয়ায় প্রার্থীতালিকা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন অভিষেক।

১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভা ভোট। ৪০ আসনের গোয়া বিধানসভায় সিংহভাগ আসনেই প্রার্থী দেবে তৃণমূল। বাকি আসন ছাড়া হতে তৃণমূলের জোট সঙ্গীর জন্য। বিধানসভা নির্বাচনে গোমন্তক পার্টির সঙ্গে জোট করে লড়ার কথা জানিয়েছে তৃণমূল। সূত্রের খবর, ৪০টি আসনের মধ্যে ১২ টি আসনে লড়তে চেয়ে ঘাসফুল শিবিরের কাচের প্রস্তাব পাঠিয়েছে গোমন্তক পার্টি। অভিষেকের সফরে আসন বন্টন নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

এদিক প্রাথমিক ভাবে জানা গিয়েছে, গোয়ার দুই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সামনে রেখে সৈকত শহরে লড়বে তৃণমূল। লুইজিনহো ফেলেরিও, যিনি বর্তমানের তৃণমূলের সর্ব ভারতীয় সহ-সভাপতি এবং রাজ্যসভার সাংসদ। এছাড়াও অন্য আরেক প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও। সেই সঙ্গে টেনিস তারকা লিয়েন্ডার পেজ, প্রাক্তন অভিনেত্রী এবং সাঁতারু নাফিসা আলীরাও ঘাসফুল প্রতীকে তৃণমূলের হয়ে ভোট যুদ্ধে নামতে পারেন।

Comments are closed.