প্রজাতন্ত্র দিবসে দিল্লির অনুষ্ঠানে বাতিল বাংলার ট্যাবলো, মুখ্যমন্ত্রীর পর মোদীকে নিশানা তথাগত রায়ের

প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত তুঙ্গে। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাতিল করা হয় বাংলার ট্যাবলো। এই নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর মুখ খুললেন রাজ্য বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়।

একটি টুইট করেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আমার আবেদন, অনুগ্রহ করে প্রজাতন্ত্র দিবসের উৎসবে পশ্চিমবঙ্গের ট্যাবলোর অনুমতি দিন। এতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বীরত্বের চিত্র তুলে ধরা হয়েছে।

https://twitter.com/tathagata2/status/1482914987127771137?t=Z5tycEOrJ9ADCezF7jeCCA&s=19

প্রজাতন্ত্র দিবসে প্রতিটি রাজ্য থেকে একটি করে ট্যাবলো পাঠানো হয় দিল্লিতে। কিন্তু এই বছর বাংলার ট্যাবলো থাকবে না বলে শোনা যায়। এরপর কেন্দ্র-রাজ্য সংঘাত সামনে আসে। রবিবার মোদীকে চিঠি লিখে মমতা ব্যানার্জি জানান, কেন্দ্রের এই সিদ্ধান্তে তিনি দুঃখিত। বিষয়টি পুনর্বিবেচনার আর্জি জানান তিনি। চিঠিতে তিনি আরও জানান, দেশের স্বাধীনতা অর্জনে বাংলার ভুমিকা ছিল অপরিসীম। স্বাধীনতা সংগ্রামে বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির লেখা গান বন্দে মাতরমের উল্লেখ করেন তিনি। অরবিন্দ ঘোষ, বিরসা মুন্ডা, সুরেন্দ্রনাথ ব্যানার্জির অবদান তুলে ধরেন মমতা।

গত বছরও কেন্দ্র রাজ্যের কন্যাশ্রী ও একাধিক সামাজিক প্রকল্পের ট্যাবলো বাতিল করে কেন্দ্র। সেইসময় কেন্দ্র-রাজ্য তরজা চরমে উঠেছিল।

Comments are closed.