মমতার সফরের আগেই উত্তপ্ত গোয়া, মুখ্যমন্ত্রীর ফ্লেক্স ছেঁড়া নিয়ে প্রতিবাদে সরব তৃণমূল 

২৮ অক্টোবর গোয়া যাচ্ছেন মমতা ব্যানার্জি। সম্প্রতি নিজেই ট্যুইটে করে জানিয়েছেন। আর তাঁর সফরের আগেই উত্তেজনা সৈকত শহরে। মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া একাধিক ফ্লেক্স, পোস্টার ছেঁড়া হল গোয়ায়। তৃণমূলের অভিযোগ, বিজেপির লোকজনই এই কাজ করেছেন। 

তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান একাধিক বিকৃত ফ্লেক্সের ছবি ট্যুইট করে তীব্র আক্রমণ শানিয়েছেন বিজেপিকে। ডেরেক এই ঘটনাকে কাপুরুষ-এর মত কাজ বলে কটাক্ষ করেছেন। সেই সঙ্গে এই ফ্লেক্স ছেঁড়ার জেরে যে ভেন্ডারদেরই ক্ষতি হয়েছে, তাও উল্লেখ করেন। ডেরেক বলেন, চুক্তি অনুযায়ী ফ্লেক্সগুলির রক্ষণ করা ভেন্ডারদের দায়িত্ব। এই ঘটনায় ওঁদেরই ক্ষতি হল। গোয়ার ব্যবসায়ীদের এভাবে ক্ষতি করা হল কেন তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। 

তৃণমূল সূত্রে খবর, এই ঘটনার প্রতিবাদ জানিয়ে গোয়ার রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। 

পাশাপাশি সম্প্রতি গোয়ার প্রাক্তন রাজ্যপাল সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটি চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন। প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিকের অভিযোগ, গোয়ার সরকার সম্পূর্ন দুর্নীতিতে ডুবে রয়েছে। দুর্নীতির প্রতিবাদ করায় তাঁকে গোয়ার রাজ্যপালের পদ থেকে সরিয়ে মেঘালয়ে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্যপালের অভিযোগকে হাতিয়ার করে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ইস্তফা দাবি করেছে তৃণমূল। 

জানা গিয়েছে, সৌগত রায়, বাবুল সুপ্রিয়, গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী সহ ৬ জনের একটি প্রতিনিধি দল মঙ্গলবার গোয়ার রাজ্যপালের সঙ্গে দেখা করছেন। 

Comments are closed.