বুধবার শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট, রাজ্যে বিপুল লগ্নির সম্ভাবনা

দেশের একাধিক স্বনামধন্য শিল্পপতির উপস্থিতিতে এবং জার্মানি থেকে জাপান, বিভিন্ন দেশের নামী বণিকমহলের উপস্থিতিতে বুধবার শুরু হচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট।
বুধবার দুপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের। এবারের বাণিজ্য সম্মেলন আরও বেশি গুরুত্বপূর্ণ আরও একটি কারণে। তা হল এবছর সিআইআই ও ফিকির জাতীয় কর্মসমিতির বৈঠক বসছে নিউটাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারেই। অনুষ্ঠানের উদ্বোধনের আগেই মুখ্যমন্ত্রী এই দুই বণিকসভার সম্মেলনে অংশ নেবেন।

সম্মেলনে উপস্থিত থাকার কথা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। বাণিজ্যে এবার বাংলার সঙ্গে হাত মেলাবে ঝাড়খণ্ড। এছাড়াও আসছেন ভুটানের রাজা জিগমে খেসর নামগেল ওয়াংচুক। বাংলার সঙ্গে বাণিজ্যে ভুটানের নতুন সম্পর্ক তৈরি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায়। এবারের বাণিজ্য সম্মেলনে যোগ দিতে চলেছে ২০টি দেশ। এই শিল্প সম্মেলন থেকেই রাজ্যে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই হাব তৈরির কথা ঘোষণা হতে পারে। সেমিকন্ডাক্টর, বস্ত্র ও চর্মশিল্প, পর্যটন, ভারী শিল্প- সহ একাধিক ক্ষেত্রে লগ্নি টানায় এবার বিশেষ জোর দিয়েছে রাজ্য।

এবার শিল্প সম্মেলন থেকে বড় বিনিয়োগ টানার আশা রাখছে রাজ্য। তারকাখচিত সমাবেশকে সঙ্গী করে বুধবার থেকে শুরু হচ্ছে দুদিনের বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট। একদিকে বিপুল বিনিয়োগের সম্ভাবনা, অন্যদিকে প্রচুর কর্মসংস্থানের আশ্বাস।

Comments are closed.