সামান্য বৃষ্টিতেই ধস, বন্ধ হয়ে যেতে পারে বাংলা-ঝাড়খণ্ড যাতায়াত ব্যবস্থা

সামান্য বৃষ্টিতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জে ধস। বৃহস্পতিবার রাতে চাঁদপুর ক্যানেলের ওপর পুঠিমারী ব্রিজের রাস্তায় ধস নামে। বৃষ্টির পরিমাণ বাড়লে ওই ব্রিজে যাতায়াত বন্ধ হয়ে যাবে বলে আশঙ্কাপ্রকাশ করেছেন এলাকাবাসীরা।

মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ৩৪ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাংলা থেকে ঝাড়খণ্ডের দিকে গিয়েছে ১০৬ নম্বর রাজ্য সড়ক। ধসের জেরে এই রাস্তা বন্ধ হয়ে গেলে ঝাড়খণ্ডের সঙ্গে বাংলার যোগাযোগ ব্যবস্থা পুরো বন্ধ হয়ে যাবে। এরআগে ২০১৮ সালে ওই ব্রিজে ধস নামে। রাস্তা সারাই হলেও সেইভাবে কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এরপর ২০২২ সালে মার্চ মাসে রাস্তা সারাইয়ের কাজ সম্পূর্ণ হয়। আর ফের ধস নামার ফলে এখন আশঙ্কার মধ্যে দিন গুনতে শুরু করেছেন স্থানীয়রা।

ওই রাস্তা দিয়ে যাতায়াত কারী একজনের কথায়, সামান্য বৃষ্টিতেই ধস নামে রাস্তায়৷ এর রাস্তা বাংলা-ঝাড়খণ্ডের যোগাযোগের একমাত্র অবলম্বন। সবসময় এখান দিয়ে যাতায়াত করে বহু মানুষ৷ রাস্তাটি দ্রুত সারাইয়ের দাবি জানিয়েছেন তাঁরা।

Comments are closed.