ডোপিং টেস্টের পর ২১ মাস নির্বাসিত বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার

ডোপ টেস্টিং করার পর ২১ মাস নির্বাসিত হলেন বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। তাঁকে নির্বাসন দিয়েছে ইন্টারন্যাশনাল টেস্টিং এজেন্সি (আইটিএ)। জানা গিয়েছে দীপার শরীরে হাইজিনামিন নামে একটি নিষিদ্ধ পদার্থ পাওয়া গিয়েছে। যা ফুসফুসে অক্সিজেন বৃদ্ধি করতে সাহায্য করে।

এর আগে ২০২১ সালে ইন্টারন্যাশনাল ডি জিমন্যাস্টিক দীপার শরীর থেকে এই নিষিদ্ধ পদার্থ পেয়েছিল। সেইসময় তাঁকে নির্বাসন দেওয়া হয়। এরপর তাঁর ডোপ টেস্টিং করে আইটিএ। সেখানেও শরীরে হাইজিনামিন পাওয়া যায়। তবে ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সে অংশ নিতে পারবেন দীপা। কারণ এরআগেই তাঁর নির্বাসনের শাস্তি উঠে যাচ্ছে। শাস্তি পাওয়ার জন্য ২০২১ সালের অক্টোবর মাস থেকে কোনও খেলায় অংশ নিচ্ছেন না দীপা কর্মকার। ২০২৩ সালের জুলাই মাস পর্যন্ত নির্বাসিত থাকবেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের রিও অলিম্পিক্সে একটুর জন্য ব্রোঞ্জ জিততে পারেননি দীপা কর্মকার। এরপর দীর্ঘ দিন চোটে ভুগেছেন তিনি। চোট সারার পরেই নির্বাসনের শাস্তি পেয়েছেন দীপা।

Comments are closed.