২ বছরের জন্য সাসপেন্ড বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার, ২০২৪ অলিম্পিক্সে খেলা নিয়ে অনিশ্চিয়তা

ডোপিং টেস্টে সমস্যার কারণে ২ বছর নির্বাসিত বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার। তাঁকে নির্বাসিত করেছে আন্তর্জাতিক ডোপিং সংস্থা(WADA). চলতি বছর মার্চ মাসে আন্তর্জাতিক জিমন্যাস্ট ফেডারেশন তাঁকে সাসপেন্ড করে। সেইসময় কী কারণে নির্বাসন করা হল এই নিয়ে জল্পনা শুরু হয়। এরপর জানা যায় ডোপিং বিরোধী নিয়ম লঙ্ঘন করেছেন দীপা। রিও অলিম্পিক্সে ভালো ফল করলেও টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারেননি দীপা। নির্বাসনের কারণে ২০২৪ এর অলিম্পিক্সে দীপা খেলবেন কিনা, সেই নিয়ে অনিশ্চিয়তা তৈরি হল।

জাতীয় ডোপ বিরোধী সংস্থা (NADA) এই খবরের পর নড়েচড়ে বসেছে। সংস্থার কর্তাদের মতে দীপার সব বিষয় দেখাশোনা করেন কোচ। চোটের জন্য দীপা ওষুধ নিলেও সেই তথ্য আন্তর্জাতিক সংস্থাকে দেননি। উল্লেখ্য, বিশ্ব জিমন্যাস্টের বাছাই তালিকায় যাঁরা রয়েছেন, তাঁদের ৬ মাস অন্তর গতিবিধির বিবরণ জমা দিতে হয়। সেইক্ষেত্রে তা জমা দেননি দীপা ও তাঁর কোচ।

২০১৬ সালে রিও অলিম্পিক্সে দীপার ভল্ট সাড়া ফেলে দিয়েছিল। ২০১৭ সালে চোট পান তিনি। এরপর তাঁর অস্ত্রোপচার হয়। কিন্তু সাম্প্রতিক কোনও ইভেন্টে দেখা যাচ্ছে না দীপাকে।

Comments are closed.