সরলেন দিলীপ ঘোষ, বিজেপির নয়া রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

জল্পনা ছিলই, কিন্তু তা যে এত দ্রুত সত্যি হবে একথা রাজ্য বিজেপি নেতৃত্ব অনুমান করতে পারেননি। আচমকাই দিলীপ ঘোষকে রাজ্য বিজেপির পদ থেকে সরানো হল। তাঁর জায়গায় নয়া রাজ্য সভাপতি হলেন বালুর ঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

সোমবার রাজ্যের এই সাংগঠনিক রদবদলের কথা ঘোষণা করেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রাজ্য সভাপতি হিসেবে দিলীপের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৩ সালে জানুয়ারি মাসে। বিজেপির দলীয় নিয়ম অনুযায়ী দ্বিতীয় বারের পর তাঁর আর সভাপতির পদে থাকার কথাও নয়। তবু মেয়াদ শেষের আগেই হঠাৎ এই সিদ্ধান্তে জল্পনা শুরু হয়েছে। যদিও রাজনৈতিক শিবিরের এক পক্ষের দাবি, দিলীপ ঘোষ শিবিরই সভাপতি হিসেবে সুকান্ত মজুমদারের নাম কেন্দ্রে সুপারিশ করেছিল।

নতুন দায়িত্ব নেওয়ার পর এদিন সুকান্ত বলেন, দিলীপ দা রাজ্য বিজেপির ভীত তৈরি করে দিয়ে গিয়েছেন। ভবিষৎ-এ ওঁর পরামর্শ নিয়ে কাজ করবো। উল্লেখ্য, দিলীপ ঘোষকে বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি করা হয়েছে।

Comments are closed.