সুকান্ত মজুমদার: পুরভোটেও চাই কেন্দ্রীয় বাহিনী, প্রয়োজনে আদালতে যাব 

রাজ্যের পুরভোটও কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে করাতে হবে। দাবি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। বুধবার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশের উপস্থিতিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট সম্ভব নয়। তাই পুরসভা নির্বাচনেও কেন্দ্রীয় বাহিনী চাই। 

প্রশাসনিক মহলে জল্পনা, সব কিছু ঠিক থাকলে ডিসেম্বর মাসেই রাজ্যে বকেয়া পুরনির্বাচন হতে চলেছে। আর তা নিয়েই এবার জড়ালো দাবি তুললেন বালুরঘাটের সাংসদ। তিনি এদিন আরও বলেন, কেন্দ্রীয় বাহিনীর দাবিতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরিকল্পনা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। 

রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে এদিন সুকান্ত বলেন, বিধানসভা ভোটের আগে থেকেই বিজেপি পুরনির্বাচনের দাবি করে আসছে। কিন্তু শাসকদলের বোধহয় পরিকল্পনা ছিল, বিধাসভা ভোটের পর জেলায় জেলায় সন্ত্রাস সৃষ্টি করে ভোট করাবে। তাই হয়তো এতদিন পুরভোট ফেলে রেখেছিল। পাশাপাশি রাজ্য পুলিশকে তাঁর কটাক্ষ, এ রাজ্যের পুলিশের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। তাই পুলিশের উপর তাঁদের ভরসা নেই। 

বালুরঘাটের সাংসদ এদিন আরও দাবি করেন, বিধানসভা ভোটের ফলাফলের নিরিখে বহু পুরসভায় বিজেপি ভালো জায়গায় রয়েছে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করালে আমরা আশাবাদী একাধিক পুরসভা বিজেপির দখলে থাকবে। 

Comments are closed.