মুকুলের ঘর ওয়াপসির ভিডিও দেখিয়ে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ ব্রাত্য বসুর

মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তন, এবং তার কয়েকদিন আগে দিল্লি সফরে শুভেন্দু অধিকারীর দলবদল প্রসঙ্গে হুমকি নিয়ে এবার রাজ্যের বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। 

শুভেন্দু অধিকারীর বক্তব্যের কিছু অংশের ভিডিও ফুটেজ কোলাজ করে ব্যাকগ্রাইন্ডে মজাদার কিছু মিউজিক দিয়ে এক মিনিট তিন সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ট্যুইট করলেন ব্রাত্য। 

ভিডিওটির প্রথম অংশে শুভেন্দু  বলছেন, দলবদল সবসময় এদিক ওদিক করে হয়। তারপক্ষনেই শুভেন্দুর দুটি বক্তব্যের অংশ পাশাপাশি দেখা যাচ্ছে। একটা ২০১৯ সালের লোকসভা ভোটের আগের বক্তব্য। তৎকালীন তৃণমূল নেতা শুভেন্দু তাঁর স্বাভাসিদ্ধ ঢঙে তুলধনা করছেন বিজেপিকে। অন্যটিতে তিনি বিজেপির প্রশংসায় পঞ্চমুখ। বলা বাহুল্য দ্বিতীয় বক্তব্যটি বিজেপিতে আসার পরের। 

আর এই দুই সময়ের শুভেন্দুর বক্তব্যের পরেই আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কিছু কথা। ভরা জনসভায় দাঁড়িয়ে তিনি বলছেন, বার বার মিথ্যে কথা বলুন, যেখানে পারবেন বলুন, যাঁরা যাঁরা পারবেন বলুন। অবশ্যই বক্তব্যগুলির প্রেক্ষিত আলাদা। কিন্তু এডিটিং-এর মুন্সিয়ানার মনে হচ্ছে শুভেন্দুকে উদ্দেশ্যে করেই মোদী মিথ্যে বলার কথা বলছেন।

তবে সবথেকে চমকপ্রদ ভিডিও’র শেষ অংশটি। সম্প্রতি  দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে এসে বিজেপি নেতাদের তৃণমূলে ঘরে ফেরা নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে, ঘাসফুল শিবিরকে উদ্দেশ্য করে কিছুটা হুমকির সুরেই নন্দীগ্রামের বিধায়ক বলেন, এবার শুরুটা করে দেখুন, বিরোধী দলে বিজেপি আছে, নেতা প্রতিপক্ষ শুভেন্দু অধিকারী আর সংসদে পাশ হওয়া দলত্যাগী আইনটাও আছে। কী করে কার্যকারী করতে হয় শুভেন্দু অধিকারীর জানা আছে। 

শুভেন্দুর এই হুমকির পরের মুহূর্তেই দেখা যাচ্ছে অভিষেক ব্যানার্জি উত্তরীয় পরাচ্ছেন মুকুল রায়কে। 

ভিডিওটি ট্যুইট করে একসময়ের সতীর্থ শুভেন্দুর উদ্দেশ্যে শিক্ষামন্ত্রীর খোঁচা, মাননীয় বিরোধী দলনেতা আশা করি আপনার দিল্লি ভ্রমণ দারুন কাটছে। 

মুকুল রায়ের তৃণমূলে ফেরার ঘটনা ইঙ্গিত করে ব্রাত্যর টিপ্পনি, সাম্প্রতিক সময়ে কোনও ঘটনার জেরে  বিড়ম্বনায় পড়ে থাকলে আমাদের গভীর সহানুভুতি রইল  আপনার সাথে। 

এরকম অভিনব কায়দায় তৃণমূল নেতার প্রতিপক্ষকে আক্রমণ করে ট্যুইট ইতিমধ্যেই নজর কেড়েছে নেট নাগরিকদের। ব্রাত্য বসুর রসিকতার সঙ্গে অনেকেই পরিচিত। কিন্তু রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করতে গিয়ে তিনি যেভাবে ‘মিছরির ছুরি’ তুলে নিয়েছেন তা তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন নেটিজেনদের একাংশ।

Comments are closed.