বুদ্ধদেব ভট্টাচার্য কি আজ ভোট দিতে যেতে পারবেন, এই জল্পনা সিপিএমের অন্দরে। এই প্রথম কোনও নির্বাচনে কার্যত একেবারেই কোনও ভূমিকায় দেখা যায়নি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ দিন ধরেই তিনি বাড়িতে বন্দি। তারই মধ্যে ২০১৮ সালের রাজ্য সম্মেলনে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন প্রমোদ দাশগুপ্ত ভবনে। অসুস্থতা নিয়েই এবছর ফেব্রুয়ারির গোড়ায় অল্প সময়ের জন্য ব্রিগেডে গিয়েছিলেন, যদিও গাড়ি থেকে নামেননি।
বুদ্ধদেব ভট্টাচার্যের ভোটগ্রহণ কেন্দ্র বালিগঞ্জের পাঠ ভবন স্কুলে। বরাবরই দুপুর সাড়ে ১২ টা-১ টা নাগাদ ভোট দিতে যান বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু এবার শরীর কেমন থাকবে তার ওপরই অনেকটা নির্ভর করবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়ি থেকে বেরোতে পারবেন কিনা। সিপিএম সূত্রে খবর, রবিবার সকালে বুদ্ধদেববাবুর শরীর কেমন থাকে তা দেখেই তিনি সিদ্ধান্ত নেবেন ভোট দিতে যেতে পারবেন কিনা। কারণ, তাঁর যেখানে বুথ, তা পাঠ ভবন স্কুলের সামনে রাস্তায় যেখানে গাড়ি থামে তার থেকে অন্তত ৫০-৬০ মিটার দূরে। ফলে অতটা রাস্তা বুদ্ধদেববাবুকে হেঁটে যেতে এবং ফিরতে হবে। তবে দলের অদরে অনেকেই আশাবাদী, এবারের ভোটের গুরুত্বের কথা ভেবে, যদি একান্তই অতিরিক্ত সমস্যা না হয় প্রাক্তন মুখ্যমন্ত্রী অবশ্যই বাড়ি থেকে বেরোবেন বুথে যাওয়ার জন্য।
Comments are closed.