ভোটের আগের রাতে ভাটপাড়ায় গুলি-বোমাবাজি-আগুন, বিক্ষিপ্ত গোলমালের মধ্যে শুরু সপ্তম দফার ভোট

শুরু হয়ে গেল সপ্তম তথা শেষ দফার ভোটগ্রহণ। সকাল থেকেই বিক্ষিপ্তভাবে গোলমালের খবর আসতে থাকে। রবিবার সকালেই কলকাতা উত্তরের সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ অভিযোগ করেন, তাদের এজেন্টদের বুথে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, মারধর করা হয়েছে তাদের অন্তত ৩ এজেন্টকে। অভিযোগের তির তৃণমূলের দিকে। পুলিশের সঙ্গে বচসা সিপিএম প্রার্থী ও কর্মীদের। নিরাপত্তার দাবিতে আরজি কর ব্রিজের কাছে বেলগাছিয়া মোড়ে, অবস্থানে বসে পড়েন সিপিএম প্রার্থী কনীনিকা ঘোষ। বিক্ষিপ্ত গোলমালের খবর এসেছে রাজারহাট থেকেও। সেখানে বিজেপির ক্যাম্প অফিসে আগুন লাগানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মথুরাপুর কেন্দ্রের বিভিন্ন বুথেও গোলমালের খবর পাওয়া গিয়েছে। এদিকে ভাটপাড়া কেন্দ্রে চলছে বিধানসভার উপ নির্বাচন। সেখানেও শনিবার রাতে গোলমালের খবর পাওয়া গিয়েছে। গাড়িতে আগুন, গুলি, বোমাবাজির অভিযোগ। মদন মিত্র এবং অর্জুন সিংহ একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছেন।

Comments are closed.