জিএসটি কাঠামোয় বদল আনতে চলেছে কেন্দ্র, ইঙ্গিত প্রধানমন্ত্রী মোদীর

১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের ভাষণে GST কর কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার অর্থ মন্ত্রক সূত্রেও একই ইঙ্গিত মিলেছে।
সেপ্টেম্বর মাসেই বৈঠকে বসবে জিএসটি কাউন্সিল। সেখানেই জিএসটি হারে পরিবর্তন সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হতে পারে বলে জানা গিয়েছে।
এই মুহূর্তে দেশের জিএসটি-র চারটি স্ল্যাব রয়েছে— ৫%, ১২%, ১৮% এবং ২৮%। বিভিন্ন পণ্য এবং পরিষেবায় জিএসটি হার নিয়েও ক্ষোভ রয়েছে বিভিন্ন মহলে। আসন্ন জিএসটি কাউন্সিলের বৈঠকে জিএসটি-র হারে খোলনলচে বদল আসতে পারে বলে ইঙ্গিত।
অর্থ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, জিএসটি-র ২টি স্ল্যাব চালুর পরিকল্পনার কথা। নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য, যা দেশের অগণিত সাধারণ মানুষ কিনে থাকেন, সেগুলিতে জিএসটি-র হার কমানো হতে পারে। তুলনায় প্রিমিয়াম পণ্য এবং বিলাসিতার দ্রব্যে উচ্চ হারে জিএসটি বসানো হতে পারে। অর্থ মন্ত্রকের একটি সূত্র জানাচ্ছে, এই লক্ষ্যেই তুলে দেওয়া হতে পারে ১২ শতাংশের জিএসটি স্ল্যাব।

Comments are closed.