WB Election 2021: পিস্তল সহ ধৃত চাকদার নির্দল প্রার্থী!

পিস্তল নিয়ে ধৃত নির্দল প্রার্থী কৌশিকের দাবি, সকালে তাঁকে তৃণমূলের গুন্ডাবাহিনী অস্ত্র নিয়ে তাড়া করে

পাঞ্জাবির নিচে পিস্তল নিয়ে দৌড়োচ্ছে এক যুবক। পেছনে ছুঁটছে পুলিশ। ঘটনা দেখে ভোট দিতে আসা লোকজন ভয়ে সিঁটিয়ে যান। ঘটনার জেরে চাকদহ বিধানসভার তালতলা দাসপাড়া এলাকার ৪৪ ও ৪৫ নম্বর বুথের সামনে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।
জানা যাচ্ছে অভিযুক্ত যুবকের নাম কৌশিক ভৌমিক। এলাকায় তিনি বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তবে এবার নির্বাচনে তিনি নির্দল প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী বঙ্কিমচন্দ্র ঘোষ।

 অভিযুক্ত কৌশিক ভৌমিককে পাঁজাকোলা করে গাড়িতে তোলে পুলিশ। পিস্তল নিয়ে ধৃত নির্দল প্রার্থী কৌশিকের দাবি, সকালে তাঁকে তৃণমূলের গুন্ডাবাহিনী অস্ত্র নিয়ে তাড়া করে। ওই দুষ্কৃতীদের মধ্যে একজনের হাত থেকে পিস্তল পড়ে যায়। নির্দল প্রার্থীর দাবি, সেটাই তিনি কুড়িয়ে নেন।

স্থানীয় তৃণমূল নেতৃত্ব অভিযোগ অস্বীকার করেছে। তাঁদের দাবি কৌশিকই ভোট লুঠ করার জন্য পিস্তল নিয়ে বুথের সামনে ঘোরাঘুরি করছিলেন।

এলাকার মানুষের একাংশের অভিযোগ, সকাল থেকেই অভিযুক্ত নির্দল প্রার্থী কৌশিক ভৌমিককে বুথের ১০০ মিটারের মধ্যে পিস্তল হাতে ঘোরাঘুরি করতে দেখেছেন।

Comments are closed.