সেপ্টেম্বরেই ভোট হোক, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নির্বাচন কমিশনকে চিঠি মুখ্যসচিবের

রাজ্যের পাঁচটি কেন্দ্রের উপনির্বাচন এবং দুটি কেন্দ্রের বকেয়া ভোট সেপ্টেম্বরেই করানো হোক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই মর্মে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী।

পুজোর আগে ভোট করানোর পক্ষে চিঠিতে বেশ কিছু যুক্তি উল্লেখ্য করেছেন দ্বিবেদী। চিঠিতে তিনি দাবি করেছেন, রাজ্যের সাতটি কেন্দ্রে ভোট করানোর জন্য সেপ্টম্বরই সঠিক সময়। কারণ, যে সাতটি কেন্দ্রে নির্বাচন রয়েছে সেখানে করোনা সংক্রমিতদের সংখ্যা ১ শতাংশেরও কম। রাজ্যজুড়ে করোনা পরিস্থিতিও নিয়ন্ত্রনে রয়েছে। এছাড়াও সেপ্টেম্বরের পরেই পুজো উপলক্ষ্যে টানা ছুটি রয়েছে। সেই সঙ্গে মুখ্যসচিব আরও দাবি করেন, ভোটের কাজে যুক্ত সকলেরই ভ্যাকসিনেশন হয়ে গিয়েছে। সব মিলিয়ে এদিনের চিঠিতে পুজোর আগে ভোট করানোর আর্জি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, বুধবার বাংলা সহ ১৭ টি রাজ্যের উপনির্বাচন চেয়ে সে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক এবং মুখ্যসচিবদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার। জানা গিয়েছে সব রাজ্যই দ্রুত নির্বাচনের পক্ষে সায় দিয়েছে।

এই বৈঠকের শেষেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে ১ ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যসচিব। বৈঠক শেষ করে সেপ্টম্বরে ভোট করানোর আর্জি জানিয়ে কমিশনকে চিঠি লেখেন মুখ্যসচিব।

Comments are closed.