বলেছিলাম আমাদের দল ছেড়ে কেউ যাবেন না, আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছি, অকপট স্বীকারোক্তি দিলীপ ঘোষ

মুকুল রায়ের মতন নেতাদের প্রথমবার ভোটে জেতার স্বাদ দিয়েছিলাম। কিন্তু তিনি চলে গেলেন। আমি বলেছিলাম, আমাদের দল ছেড়ে কেউ যাবেন না। হয়তো আমি কোথাও ভুল প্রমাণিত হয়েছি। সদ্য দুই বিজেপি বিধায়ক তৃণমূলে যোগদানের পর এমনই স্বীকারোক্তি বিজেপির সর্ব ভারতীয় সভাপতি দিলীপ ঘোষের।

সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষের এই স্বীকারোক্তিতে দলের একাংশকে উদ্দেশ্যে করে। ভোটের ফল প্রকাশের পর দিলীপ ঘোষ দাবি করেছিলেন, বিজেপি ছেড়ে কোনও বিধায়ক তৃণমূলে যাবেন না। কিন্তু গত জুন মাসে মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন। এই সপ্তাহে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস।

বুধবার সাংবাদিক সম্মেলনে দিলীপ ঘোষ বলেন, মুকুলদার মতো নেতার উপরে আমরা ভরসা রেখেছিলাম। তাঁকে আমরা দলের সর্বভারতীয় পদ, প্রথম বার ভোটে জেতার স্বাদ দিয়েছিলাম। কিন্তু তিনি চলে গেলেন।

উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় তন্ময় ঘোষ এবং বিশ্বজিত দাসকে নিয়ে প্রশ্ন উঠেছে, কারা কীসের বিনিময়ে তাঁদের টিকিট বিক্রি করেছিলেন? এই পোস্ট যিনি করেছেন, তিনি দিলীপবাবুর আপ্ত সহায়ক বলে মনে করা হচ্ছে।

Comments are closed.