লোকসভায় পেশ হল নাগরিকত্ব সংশোধনী বিল (citizenship amendment bill)। সোমবার লোকসভায় বিলটি পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বিলে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা অ-মুসলিম ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে।
আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভার সম্মতি পায় বিলটি। তারপর সোমবার তা পেশ করা হয় লোকসভায়। বিল নিয়ে সরকারপক্ষের বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, এই বিলে ভারতের সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনও কথা নেই। অমিত শাহের কথায়, এই বিল .০০১ শতাংশও ভারতের সংখ্যালঘু বিরোধী নয়। পাল্টা বিলের বিরোধিতা করে বক্তব্য পেশ করেন কংগ্রেসের অধীর চৌধুরী, শশী থারুর, গৌরব গগৈ, তৃণমূল নেতা সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা। লোকসভায় ভোটাভুটিতে দেখা যায় বিল পেশের পক্ষে ভোট পড়েছে ২৯৩ টি এবং বিপক্ষে ভোট পড়ে ৮২ টি। ফলে সংসদের নিম্ন কক্ষে পেশ হল নাগরিকত্ব সংশোধনী বিল।
(এর আগে আমরা বিলটি পাশ হয়ে গিয়েছে বলে জানিয়ে ছিলাম। অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা ক্ষমাপ্রার্থী)