প্রাইমারি স্কুল খোলা নিয়ে চিন্তাভাবনা করছে রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী 

কয়েকদিন হল রাজ্যে অষ্টম শ্রেণী থেকে স্কুল খুলেছে। এবার ছোটদের জন্যও স্কুল খোলা হতে পারে। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বাস্তুদের জমির পাট্টা বিলি অনুষ্ঠানে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

এদিন তিনি বলেন, আপাতত ক্লাস এইট থেকে স্কুল খুলেছে। ছোটদের জন্য পাড়ায় পাড়ায় শিক্ষালয় শুরু করা হয়েছে। ছোটোরা আপাতত স্কুলে যাচ্ছে না। সে ব্যাপারে ভাবনা চিন্তা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, ৫০% স্টুডেন্ট নিয়ে প্রাইমারি স্কুল খোলার ভাবনা চিন্তা চলছে। তবে শোনা যাচ্ছে, করোনার আরও একটা স্ট্রেন এসেছে। সে সম্পর্কে খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেওয়া হবে। 

উল্লেখ, বুধবারই রাজ্যে একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ছোটদের স্কুল খোলার পক্ষে রাজ্যকে পরামর্শ দিয়েছিলেন তিনি। তিনি জানিয়েছিলেন, কোভিডে স্কুল বন্ধের জেরে বাচ্চাদের পড়াশোনার মান অনেকটা পড়ে গিয়েছে। 

Comments are closed.