ভবানী ভবনে ভুবন, রাজ্য পুলিশের হেডকোয়ার্টারে কী করছেন বাদামওয়াল? 

কাঁচা বাদাম গান গেয়ে রাতারাতি সাধারণ বাদামওয়াল থেকে কার্যত সেলিব্রেটি গানওয়াল হয়ে গিয়েছেন ভুবন বাদ্যকর। আট থেকে আশি সকলেই ‘কাঁচা বাদাম’ জ্বরে আক্রান্ত। এবার সেই কাঁচা বাদামের স্রষ্টাকে বৃহস্পতিবার দেখা গেল রাজ্য পুলিশের সদর দপ্তরে। কিন্তু ব্যাপারটা কী? 

জানা গিয়েছে, ‘কাঁচা বাদাম’ গানের জন্য এদিন ভুবনকে সংবর্ধনা জানানো হয় রাজ্য পুলিশের তরফে। রাজ্যের তাবড় তাবড় পুলিশ কর্তাদের উপস্থিতি ভুবনের হাতে তুলে দেওয়া হয় পুষ্পস্তবক এবং শাল। সেই সঙ্গে অবশ্যই পুলিশ অফিসারদের কাঁচা বাদাম গেয়ে শোনান তিনি। 

দুবরাজপুরের এক অখ্যাত গ্রাম থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া স্টার হয়েছেন ভুবন। কলকাতার পুর ভোটের প্রচারেও তাঁকে দেখা যায়। তৃণমূল বিধায়ক মদন মিত্রর সঙ্গে তাঁকে ভোট প্রচারে দেখা যায়। কাঁচা বাদাম গানে এতটা মোহিত হয়ে যান প্রাক্তন মন্ত্রী যে ভুবনকে একটি দোকান করে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এসবের মধ্যেই তাঁর প্রাপ্তির তালিকায় যোগ হল রাজ্য পুলিশের সংবর্ধনা। 

উল্লেখ্য, রাজ্য তথা দেশের গণ্ডি ছাড়িয়ে কাঁচা বাদাম ভাইরাল বিদেশেও। অনেক ভিন দেশীই কাঁচা বাদাম গান গেয়ে নিজেদের ভিডিও পোস্ট করছেন ইউটিউব,ইনস্টাগ্রামে। সব মিলিয়ে অনেকটা সময় পেরিয়ে গেলেও ভুবনের গানের ‘ভুবনে’ অনুরাগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। 

Comments are closed.