করোনার ভ্যাকসিন মিলবে এবার ট্যাবলেটে! ভারতে শুরু হচ্ছে ট্রায়াল 

ইঞ্জেকশনেই এতদিন করোনার ভ্যাকসিন দেওয়া হয়েছে। তবে এবার থেকে ট্যাবলেটেই পাওয়া যাবে করোনার ভ্যাকসিন। জানা গিয়েছে, খুব শীঘ্রই ভারতে করোনার ভ্যাকসিন টেবল্যাটের দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হতে চলেছে। 

ভ্যাক্সার্ট নামে একটি মার্কিন বায়ো টেকনলোজি সংস্থা এই ট্যাবলেট প্রস্তুত করছে। সারা বিশ্বের এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয়েছে। সূত্রের খবর, হিমাচল প্রদেশের কসৌলিতে অবস্থিত সেন্ট্রাল ড্রাগ ল্যাবটারিতে ইতিমধ্যেই এই ট্যাবলেট এসে পৌঁছেছে। খুব তাড়াতাড়ি এর পরীক্ষামূলক ব্যবহার চালু হবে। 

স্বাস্থ্য মন্ত্রকের এক আধিকারিকের দাবি, ট্রায়ালের জন্য স্বেচ্ছাসেবকদের ট্যাবলেটের দুটি ডোজ দেওয়া হবে। প্রথমটির ২৯ দিন পর দ্বিতীয় ডোজটি দেওয়া হবে। তারপর প্রত্যেক সেবককে ৬ মাস পর্যবেক্ষণ-এ রাখা হবে। এই নতুন ধরনের ভ্যাকসিনের প্রভাবে শরীরে কী প্রভাব পড়ছে তা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। 

জানা গিয়েছে, এই ট্যাবলেট প্রস্তুতকারক সংস্থা গত অক্টোবর মাসে প্রথম বাঁদরের উপর ট্রায়াল শুরু করে। তাতে সংস্থার দাবি, বাঁদরের শরীরে বেশি পরিমাণে অ্যান্টি বডি তৈরি হয়েছে। পরে আমেরিকায় এই পরীক্ষায় ৯৬ জন অংশগ্রহণ করেন। 

Comments are closed.