করোনা কালে শিক্ষার মান পড়ে গিয়েছে, দ্রুত স্কুল খোলার পক্ষে সওয়াল নোবেলজয়ী অর্থনীতিবিদের 

কোভিড কালে শিক্ষা ব্যবস্থার প্রভূত ক্ষতি হয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যকে দ্রুত স্কুল খুলে দেওয়ার পরামর্শ দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি। 

বুধবার ASER, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট বা বার্ষিক শিক্ষার মানের রিপোর্ট তুলে ধরে নোবেলজয়ী বলেন, কোভিড কালে যে পদ্ধতিতে পড়ানো হচ্ছে তাতে ছাত্রছাত্রীদের একটা অংশ ক্রমশ পিছিয়ে পড়ছে। পঞ্চম শ্রেণীর পড়ুয়ারা দ্বিতীয় শ্রেণীর অঙ্ক করতে পারছে না। মেধার দিক থেকে ছাত্র ছাত্রীদের যে ফাঁক থেকে যাচ্ছে। তা আর পূরণ করাও হচ্ছে না। যা রাজ্য তথা গোটা দেশের জন্য ভালো নয়। এসব কারণেই প্রাথমিক স্থরেও দ্রুত স্কুল খুলে দেওয়া প্রয়োজন। 

রিপোর্টে আরও জানানো হয়েছে, স্কুল ছুটের সংখ্যা না বাড়লেও পড়াশোনার মান ১০% নীচে নেমে গিয়েছে। অনলাইন পড়াশোনায় বিশেষ করে ক্ষতিগ্রস্থ হয়েছে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পড়ুয়ারা। রিপোর্টের কথা উল্লেখ করে অভিজিৎ ব্যানার্জি বলেন, স্কুলে না গিয়ে অনেকের অভ্যাসও খারাপ হয়ে যাচ্ছে। এসব কিছুকে দেখেই স্কুল খুলে দেওয়া প্রয়োজন। 

উল্লেখ্য, রাজ্যের ১৭টি জেলার পরিবার ভিত্তিক তথ্যের রিপোর্ট বিশ্লেষণ করে ASER, অ্যানুয়াল স্ট্যাটাস অফ এডুকেশন রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। 

প্রসঙ্গত ইতিমধ্যেই রাজ্যে অষ্টম শ্রেণী থেকে ক্লাস শুরু হয়ে গিয়েছে। সপ্তম শ্রেণী পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয় চালু হয়েছে। সব মিলিয়ে সপ্তম শ্রেণী পর্যন্ত কবে সম্পূর্ণ স্কুল খোলে এখন সেটাই দেখার বিষয়। 

Comments are closed.