করোনার তৃতীয় ঢেউ আসার আগেই শিশুদের বিনামূল্যে নিউমোনিয়ার ভ্যাকসিন দেবে রাজ্য সরকার

করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাব পড়বে শিশুদের ওপর। তাই আগাম সতর্কতা নিয়েছে রাজ্য সরকার। এবার বিশেষ সতর্কমূলক ব্যবস্থা হিসেবে নয়া উদ্যোগ নিল রাজ্য সরকার।

সদ্যোজাত থেকে ১ বছরের শিশুদের বিনামূল্যে নিউমোকক্কাল ভ্যাকসিন বা পিসিভি দেবে রাজ্য সরকার। নিউমোনিয়া রোধে এই টিকা আগে বাইরে থেকে কেনা হত। কিন্তু এখন বিনামুল্যে দেবে রাজ্য সরকার। রাজ্যে শিশু মৃত্যুর হার কমাতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। নিউমোনিয়ায় ভারতে প্রতিবছর প্রচুর শিশু প্রাণ হারায়। আর কোভিডের সময় অনেক শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন। তাই এই বিশেষ সতর্কতা রাজ্য সরকারের। করোনায় মারাত্মক ক্ষতি হচ্ছে ফুসফুসের। আর নিউমোনিয়া হলেও ক্ষতি হয় ফুসফুসের। তাই রাজ্য সরকার বিনামূল্যে নিউমোকক্কাল ভ্যাকসিন বা পিসিভি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যেই কেন্দ্র সরকার দেশের বেশ কিছু প্রান্তে নিউমোকক্কাল ভ্যাকসিন বা পিসিভি পরীক্ষামূলক ভাবে দিতে শুরু করেছে। এরপর এই উদ্যোগ নিল রাজ্য সরকার।

Comments are closed.