৪ হাজার কোটি টাকার ক্যালিফোর্নিয়াম নয়, মিলেছে সাধারণ পাথর! জানাল ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার

পরমাণু বোমা তৈরির সামগ্রী নয়, সাধারণ পাথর। গত বুধবার কলকাতা বিমানবন্দর থেকে কয়েকটি পাথর উদ্ধার করে সিআইডি। সিআইডির জিজ্ঞাসাবাদে ধৃতরা বলেন পাথরগুলি তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। পরমাণু বোমা তৈরির উপকরণ হিসেবে এগুলি ব্যবহৃত হয়। সিআইডি আসল তথ্য জানতে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠায় পাথরগুলি। প্রাথমিক গবেষণায় বিশেষজ্ঞরা জানিয়েছেন পাথরগুলি ক্যালিফোর্নিয়াম নয়।

গত বুধবার আগাম খবরের ভিত্তিতে কলকাতা বিমানবন্দর থেকে হুগলির দুই বাসিন্দাকে গ্রেফতার করে সিআইডি। সিআইডির কাছে খবর ছিল, ওই দুই ব্যক্তি কোনও বহু মূল্যবান পাথর পাচারের উদ্দেশ্যে শহরের বাইরে নিয়ে যাচ্ছিলেন। গ্রেফতারের পর ধৃতরা জানান, পাথরগুলি তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম। যার এক গ্রামের মূল্য ১৭ কোটি টাকা। অভিযুক্তদের কাছ থেকে প্রায় ২৫০ গ্রাম পাথর উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য, ৪ হাজার ২৫৮ কোটি ৫০ লক্ষ টাকা। অন্যান্য কাজের পাশাপাশি পাথরগুলি পারমানবিক বোমা তৈরির কাজেও ব্যবহৃত হয়। খাস কলকাতার বুকে এমন বহুমূল্য পাথর উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।

ধৃতেরদের কাছ কাছ থেকে পাথরের নাম ও দাম শুনে চোখ কপালে অফিসারদের। ধৃতদের দাবি সত্যি কিনা যাচাই করতে তড়িঘড়ি পাথরগুলি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠানো হয়। প্রাথমিক গবেষণার পর জানা গিয়েছে ওগুলি ক্যালিফোর্নিয়াম নয়। মামুলি পাথর।

সিআইডির অফিসাররা জানান, ক্যালিফোর্নিয়াম বলে নকল পাথরগুলিকে হয়তো চড়া দামে বিক্রি করার উদ্দেশ্য ছিল ধৃতদের।

Comments are closed.