১৪ জানুয়ারি মকর সংক্রান্তি; স্নাতকস্তরের পরীক্ষার দিন বদল করল CU 

মকর সংক্রান্তির জের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের পরীক্ষা পেছনে হল। ইউনিভার্সিটির তরফে জানা গিয়েছে, ১৩ জানুয়ারি বিএ, বিএসসি’র ফিফথ সেমিস্টার এবং অন্যান্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা ছিল। কিন্তু ১৪ জানুয়ারি মকর সংক্রান্তি থাকায় সেই তারিখ পিছিয়ে ফেব্রুয়ারির ৯ তারিখ করা হয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, মকর সংক্রান্তিতে গঙ্গাসাগর মেলা ঘিরে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে লক্ষ লক্ষ তীর্থযাত্রী আসেন। ওই সময়ে প্রায় সব সরকারি, বেসরকারি পরিবহন তীর্থযাত্রীদের নিয়ে যাওয়া আসায় ব্যবহার করা হবে। যার জেরে ওই জেলার পরীক্ষার্থীরা অসুবিধায় পড়তে পারেন। সেই কথা ভেবেই পরীক্ষার দিন বদল করা হয়েছে। 

উল্লেখ্য, করোনা পরবর্তী সময়ে মেলায় রেকর্ড ভিড় হবে, এমনটাই আশা করছে প্রশাসন। সংখ্যাটা প্রায় ১ কোটি ছাড়াতে পারে। যার জন্য আগাম প্রস্তুতিও সেরে রাখছে প্রশাসন। বাবুঘাট সহ বেশ কয়েকটি জায়গায় ক্যাম্পও প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও তীর্থযাত্রীদের সুবিধের কথা মাথায় রেখে ভেসেল সার্ভিস থেকে শুরু করে সড়ক পথে বাস পরিষেবার জন্য একটিই টিকিটের ব্যবস্থাও করা হয়েছে। 

Comments are closed.