তোলাবাজি বন্ধে গোটা ভর্তি প্রক্রিয়া অনলাইনে করার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের

কলেজে কলেজে ভর্তিতে তোলাবাজি বন্ধ এবার গোটা ভর্তি প্রক্রিয়াই অনলাইনে করার সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। সূত্রের খবর, কলেজে ক্লাস শুরুর আগে যাতে কোনও পড়ুয়াকে কলেজে আসতে না হয়, তা নিশ্চিত করাই কর্তপক্ষের উদ্দেশ্য।

কলেজে ভর্তি হতে গিয়ে তোলাবাজির অভিযোগ ঘিরে শিক্ষাঙ্গন উত্তপ্ত হয়েছে একাধিকবার। অভিযোগ, ভর্তি করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার পাশাপাশি টাকা নিয়ে বেআইনি পথে ভর্তি করানোরও অভিযোগ উঠেছিল শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে। ভর্তি প্রক্রিয়া অনলাইনে করার দাবি ওঠে বারবার। এবার সেই দাবিই মেনে নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূত্রের খবর, এবছর থেকে বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এর ফলে ক্লাস শুরুর আগে কোনও পড়ুয়াকেই কলেজে আসতে হবে না।

Comments are closed.