WATCH: সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস, বিপুল শক্তি নিয়ে এগিয়ে আসছে যশ

ক্রমেই স্থলের দিকে এগিয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় যশ। সকাল ৮ টায় ওড়িশার ধামড়া থেকে ৪০ কিলোমিটার, বালেশ্বর থেকে ১০০ কিলোমিটার দূরে রয়েছে যশ। বাংলার দিঘা থেকে তার দূরত্ব ৮০ কিলোমিটার। 

আবহাওয়া দফতরের হিসেব অনুযায়ী সকাল ১০ টা থেকে বেলা ১২ টার মধ্যে ওড়িশার ধামড়া এবং বালেশ্বরের মধ্যবর্তী জায়গায় ল্যান্ডফল হবে অতি প্রবল ঘূর্ণিঝড় যশের। তারপর এগোবে ঝাড়গ্রামের দিকে। 

সূত্রের খবর, যশ এখন এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। মৌসম ভবন জানাচ্ছে, ঘূর্ণিঝড়ের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩০-১৪০ কিলোমিটার। সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। 

ঘূর্ণিঝড়ের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হয়েছে কলকাতা ও ভুবনেশ্বর বিমানবন্দর। বন্ধ রাখা হয়েছে কলকাতা শহরের সমস্ত ফ্লাইওভার।

সারা রাত কলকাতায় দমকা হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। আকাশের মুখ কালো। নবান্নের কন্ট্রোল রুমে আছেন মুখ্যমন্ত্রী।

দিঘায় তৈরি আছে সেনা বাহিনী। এদিকে সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছে।

দিঘা, শঙ্করপুর, মন্দারমনি, তাজপুরে প্রবল জলোচ্ছ্বাস। 

Comments are closed.