নতুন CBI প্রধান মহারাষ্ট্রের IPS অফিসার সুবোধ জয়সওয়াল

নতুন CBI প্রধান হলেন সুবোধকুমার জয়সওয়াল। তিনি CISF’র প্রধান পদে ছিলেন। এর আগে সুবোধকুমার জয়সওয়াল মুম্বই পুলিশের কমিশনারের দায়িত্ব সামলেছেন। এবার তিনি সামলাবেন CBI প্রধানের দায়িত্ব। 

মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধী দলনেতা অধীর চৌধুরী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রামানার দফায় দফায় বৈঠকের পর সুবোধকুমার জয়সওয়ালের নাম জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকার। 

১৯৮৫ ব্যাচের মহারাষ্ট্র ক্যাডারের IPS অফিসার সুবোধকুমার জয়সওয়াল মুম্বই পুলিশের কমিশনার ছিলেন। মহারাষ্ট্রের পুলিশ প্রধানের দায়িত্বও সামলেছেন তিনি। এরপর এই বছরের গোড়ায় সেন্ট্রাল ডেপুটেশনে চলে যান। CISF’র ভার ছিল সুবোধ জয়সওয়ালের কাঁধে। কোনও দিন CBI এ কাজ না করলেও RAW এবং IB তে কাজ করার অভিজ্ঞতা আছে নয়া CBI চিফের। 

Comments are closed.