এক বছরের প্রেম এবং তারপরই বিয়ে। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া মির্জা। ১৫ ফেব্রুয়ারি চার হাত এক হবে দিয়া-বৈভবের।
মুম্বাইয়ে বাসিন্দা বৈভব রেখিরর সঙ্গে গত বছর থেকে ডেটিং শুরু করেন অভিনেত্রী দিয়া মির্জা। নতুন সম্পর্ককে প্রথম থেকেই গোপনে রাখতে চেয়েছিলেন অভিনেত্রী। তাই সাধারণের নজর এড়িয়ে আগামী সোমবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া-বৈভব।
এর আগে ভালোবেসে ২০১৪ তে সাহিল সঙ্ঘের সঙ্গে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন দিয়া। এর পর ৫ বছর সংসার করার পর সাহিলের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়। তবে আজও বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী দিয়া মির্জা। তবে বলিউড মহলের গুঞ্জন থেকে জানা যায়, কণিকা ধিলোঁর সঙ্গে ছিলেন সম্পর্ক তৈরি হওয়ার কারণেই দিয়াকে বিচ্ছেদের পথ বেছে নিতে হয়।