ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। ব্রিগেডে সভা করবেন তিনি। ১৫ লক্ষ লোক হবে সেই সভায়। বাংলা পরিবর্তনের শুরু হবে সেখান থেকেই। মেদিনীপুরে পরিবর্তন যাত্রার সূচনা থেকে তৃণমূল কংগ্রেসকে এমনই হুঙ্কার দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
শনিবার মেদিনীপুর শহরে পরিবর্তন যাত্রার সূচনা করেন দিলীপ। পরিবর্তন রথ মেদিনীপুর শহরেরে কেরানিচটি, ভাদুতলা, শালবনি, গড়বেতা, রাসকুণ্ডু হয়ে পৌঁছায় চন্দ্রকোণা শহরে। এরমধ্যেই পথসভা করেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ।
[আরও পড়ুন- ভোটের আগে সরকারী কর্মীদের জন্য সুখবর, নিউটাউনে ৪০০ প্লট দেবে সরকার]
সেই সভা থেকে তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী। খেলা শুরু হবে তখনই। কংগ্রেস, সিপিএম, তৃণমূল রাজ্যবাসীর ঘুম কেড়ে নিয়েছে। বাংলায় চাকরি নেই। রেশন দুর্নীতি করছে তৃণমূল। এদিন এই সভা থেকেই হুঙ্কার দিয়ে দিলীপ ঘোষ জানান, অমিত শাহের পরিবর্তন যাত্রা কলকাতায় এসে শেষ হবে। তখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করবেন। সেই সভায় ১৫ লক্ষের বেশি লোক হবে। এরপরেই বাংলায় পরিবর্তন শুরু।
উল্লেখ্য, আগামী ২২ ফেব্রুয়ারি কলকাতায় আসছেন নরেন্দ্র মোদী। ২২ ফেব্রুয়ারি হুগলিতে বিজেপির জনসভায় অংশ নেবেন মোদী। এর আগে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রুটে মেট্রোরেলের উদ্বোধন করবেন তিনি। অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আগামী ১৮ ফেব্রুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন। রথযাত্রার উদ্বোধন করবেন তাঁরা।