তৃণমূল বাবুল সুপ্রিয়র হাতে ঝুনঝুনি ধরিয়ে দিয়েছে, কিছুই দেবে না, মেয়র হওয়ার প্রসঙ্গে বাবুলকে কটাক্ষ দিলীপ ঘোষের

তৃণমূল বাবুল সুপ্রিয়কে কিছুই দেবে না, শুধু ঝুনঝুনি ধরিয়ে দিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানকারী বাবুল সুপ্রিয়কে কটাক্ষ দিলীপ ঘোষের। কয়েকমাস আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন বাবুল সুপ্রিয়। কিন্তু এরপর থেকে বাবুল সুপ্রিয়কে কোনও পদ দেয়নি তৃণমূল। সম্প্রতি গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল। এরপর বিজেপির অনুপম হাজরা বাবুলকে কটাক্ষ করে বলেন, গোয়ার মেয়েটা গোয়ার ছেলেটাকে রাজ্যসভায় পাঠাল, অথচ প্রথম একাদশে খেলতে চাওয়া বাংলার ছেলেটাকে মাঠের বাইরে বসিয়ে রাখল! ভারী অন্যায়! তীব্র প্রতিবাদ জানাই!’ । এর উত্তর দেন বাবুল সুপ্রিয়। তিনি বলেন, লোকসভা থেকে পদত্যাগ করে যে রাজ্যসভায় যাবে না, এটা বোঝার মতো বুদ্ধি যদি অনুপম হাজরার থাকত তাহলে অনুপম হাজরা অনুপম হাজরা হত না।

এরপরেই শোনা যায়, কলকাতা পুরসভার মেয়র পদপ্রার্থী ভাবা হচ্ছে বাবুল সুপ্রিয়কে। সেই জল্পনা কার্যত উড়িয়ে দিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূল বাবুল সুপ্রিয়কে কিছুই দেবে না, ঝুনঝুনি দিচ্ছে। এরপরেই দিলীপ ঘোষ জানান, কাকে তৃণমূল মেয়র করবে, সেটা ওনাদের ব্যাপার। তবে বাবুল সুপ্রিয় কলকাতায় কবে কাজ করেছেন! উনি ওখানকার ভোটারও নন।

কিন্তু কলকাতার কৈলাস বোস স্ট্রিট রোডে বাবুল সুপ্রিয়র পৈতৃক বাড়ি রয়েছে। ফলে কৈলাস বোস স্ট্রিট এলাকার ওয়ার্ড থেকে বাবুল সুপ্রিয় প্রার্থী হতেই পারেন। বিধানসভা নির্বাচনেও টালিগঞ্জ কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। কিন্তু অরূপ বিশ্বাসের কাছেহেরে যান তিনি।

Comments are closed.