SSC নিয়ে বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর, ২ মাসে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করবে রাজ্য

 এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।  আগামী ২ মাসের মধ্যে এসএসসি-তে ১৫ হাজার শিক্ষক নিয়োগ করতে চলছে রাজ্য। মঙ্গলবার বিধানসভায় এ কথা ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি এদিন জানান, আগামী দু’মাসের মধ্যে আদালতের সমস্ত জট কাটিয়ে শিক্ষক নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। 

মঙ্গলবার বিধানসভার অধিবেশনে শিক্ষামন্ত্রী বলেন, ২০২১ সালে প্রতিশ্রুতি মতো প্রাথমিকে ৩৪ হাজার শিক্ষক নিয়োগ করেছে রাজ্য সরকার। এসএসএসি নিয়োগ নিয়ে আদালতে বেশ কয়েকটি মামলা চলছে। আগামী দু’মাসের মধ্যেই সমস্ত আইনি জটিলতা কাটিয়ে নিয়োগ শুরু করতে পারবে সরকার, চাকরিপ্রার্থীদের আশ্বাস দেন তিনি। সেই সঙ্গে এক বিজেপি বিধায়কের প্রশ্নের জবাবে কেন্দ্রকে একহাত নিয়েছে। ব্রাত্য বলেন, জাতীয় শিক্ষানীতি নিয়ে নানানা মতভেদ রয়েছে। এ নিয়ে কেন্দ্রীয় সরকারের একতরফা ফতেয়া মানবে না রাজ্য সরকার।   

চলতি বছরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শুভঙ্কর সরকার। কমিশনের তরফে জানানো হয়, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরে আইন মেনে দ্রুত নিয়োগ করা হবে। আন্দোলনকারীদের অভিযোগও খতিয়ে দেখা হবে কমিশনের তরফে। 

Comments are closed.