রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণের হার, বুর্জ খালিফা নিয়ে নাম না করে সুজিত বসুকে নিশানা দিলীপ ঘোষের

একজন নেতার পুজোতে লাখ লাখ মানুষ ভিড় করেছে। তাই সংক্রমণ বেড়েছে। রাজ্যে উচিত অবিলম্বে পদক্ষেপ নেওয়া। পুজোয় বুর্জ খালিফার প্যান্ডেল নিয়ে সুজিত বসুকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বুধবার কোচবিহারের সাগরদিঘী পাড় এলাকায় প্রাতঃভ্রমণে বেড়িয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। সেখানে তিনি সুজিত বসুর নাম না করেই বুর্জ খালিফার প্যান্ডেল নিয়ে তাঁকে কটাক্ষ করেন।

সুজিত বসুর পুজো শ্রীভূমির এই বছরের ঠিম ছিল বুর্জ খালিফা। এই প্যান্ডেল দেখতে ভিড় জমায় লক্ষ লক্ষ মানুষ। কিন্তু প্যান্ডেলের লেজার রশ্মিতে পাইলটদের অসুবিধা হচ্ছে বলে জানা যায়। ফলে নবমীর দিনেই প্যান্ডেলের আলো বন্ধ করে দিতে বাধ্য হয় পুজো কমিটি। এই নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, আমার আনন্দ অন্যের অসুবিধা যেন না হয়, সেইদিকে লক্ষ্য রাখা উচিত।

এদিন কোভিড ভ্যাকসিনেশন নিয়েও রাজ্যকে তোপ দাগেন দিলীপ ঘোষ। বলেন, রাজ্য বলছে ৭ কোটি ভ্যাকসিন দেওয়া হয়েছে। কিন্তু সেই হিসেব কোথায়? অন্যদিকে, স্বাস্থ্যসাথী কার্ড নিয়েও রাজ্যকে তোপ দেগে তিনি বলেন, বেসরকারি হাসপাতালগুলি চিকিৎসা করেও টাকা পাচ্ছেন না।

Comments are closed.