পরিবহন দফতর সবুজ সংকেত দিয়েছে, এবার উত্তরবঙ্গে চলবে ইলেকট্রিক বাস

রাজ্যের মধ্যে শুধু কলকাতাতেই এতদিন ইলেকট্রিক বাস বা ই-বাসের দেখা মিলত। দিনে দিনে ই-বসের জনপ্রিয়তা বাড়ায় কলকাতায় বাসের সংখ্যাও বাড়াতে হয়েছে। এদিকে এবার উত্তরবঙ্গবাসীর জন্যও সু’খবর। দীর্ঘ দিনের দাবি মেনে, উত্তরবঙ্গের এবার ই-বাস চালাবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। জানা গিয়েছে, রাজ্যের পরিবহন দফতর থেকে এ সংক্রান্ত সবুজ সঙ্কেত মিলেছে। 

জানা গিয়েছে, উত্তরবঙ্গের মধ্যে প্রথমে কোচবিহার জেলাতেই শুরু হবে ই-বাস পরিষেবা। প্রাথমিকভাবে দু’টি রুটে কয়েকটি বাস চলবে। রুট দুটি হল, কোচবিহার জেলা থেকে আলিপুরদুয়ার জেলা পর্যন্ত। এবং অন্য রুটটি হল, কোচবিহার সদর শহর থেকে দিনহাটা মহকুমা পর্যন্ত। এই দুটি রুটেই আপাতত কিছু দিন বাস চলবে। এরপর ধীরে ধীরে বাকি রুটেও বাসের সংখ্যা বাড়ানো হবে। 

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, দীর্ঘ দিন ধরেই উত্তরবঙ্গবাসী ইলেকট্রিক বাসের দাবি জানিয়ে আসছিল। ই-বাস পরিষেবা চালুর জন্য রাজ্যের পরবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কাছে আবেদন করা হয়েছিল। পরিবহন দফতরের তরফে এ ব্যাপারে সবুজ সংকেত মিলেছে।   

Comments are closed.