অগাস্ট মাসের পঞ্চম লকডাউনে ঘরবন্দি রাজ্য, পথে কড়া পুলিশি নজরদারি, দেখুন ফটো গ্যালারি

গোটা রাজ্যে রাস্তায় রাস্তায় কড়া নজর রেখেছে পুলিশ। লকডাউন ও নিম্নচাপ দুয়ের প্রভাবে জেলায় জেলায় স্তব্ধ ছিল জনজীবন। অন্যান্য লকডাউনের মতোই এদিনও জন সমাগম খুঁজতে ড্রোন উড়িয়েছে পুলিশ। ড্রোনে এলাকা বেছে নজরদারি বাড়িয়েছে প্রশাসন।

গাড়ি নিয়ে রাস্তায় বেরলেই ব্যারিকেডে আটকেছে পুলিশ। জেলা থেকে শহর কলকাতা, সর্বত্রই ছিল লকডাউনের সেই চেনা ছবি। হাওড়া ব্রিজ থেকে মা ফ্লাইওভার, শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে গড়িয়াহাট মোড় প্রায় সর্বত্রই জনমানবশূন্য। যদিও কলকাতা ও জেলার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে লকডাউন অমান্যের অভিযোগ উঠেছে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করেছে পুলিশ।

বিভিন্ন রাস্তায় বসানো হয়েছে গার্ডরেল। শুধু গাড়ি চেকিং নয় থার্মাল চেকিং ও করা হচ্ছে সল্টলেক সেক্টর ফাইভের কলেজ মোড়ে। জেলাতেও এক ছবি। বাজারঘাট বন্ধ, রাস্তা ফাঁকা। গুটিকতক মানুষের দেখা মিললেও তাঁদের আটকাচ্ছে পুলিশ।

Comments are closed.