স্থানীয় যুবকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-অমৃতসর মেল

এক যুবক ও রেলকর্মীদের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াতে পারলো হাওড়া-অমৃতসর মেল। উত্তরপ্রদেশের গাজীপুরের জামানিয়া স্টেশনের আগে গদাহিন গ্রামের কাছে রেললাইনে একটি ফাটল দেখতে পান নাসিম নামের এক যুবক। এরপর প্রায় ৩ কিলোমিটার ছুটে গিয়ে তিনি খবর দেন এক রেলকর্মীকে।

ঘটনাস্থলে যান ওই রেলকর্মী। সেইসময় বিহারের বক্সার পেরিয়ে হাওড়া-অমৃতসর মেল এগিয়ে আসছিল  জামানিয়া রেলওয়ে স্টেশনের দিকে।  নাসিম এবং রেল কর্মীরা একটি লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন প্রথমে। লাল পতাকা দেখে চালক ট্রেন থামাতে বাধ্য হন। ট্রেন থেকে  চালক নেমে পড়েন। ফাটল দেখে তিনি খবর দেন কাছে থাকা রেল স্টেশনে। ফাটল সারিয়ে ফেলার জন্য ছুটে আসেন রেলকর্মীরা। কয়েকঘণ্টা ধরে ফাটল সারিয়ে তোলার পর ট্রেন অমৃতসরের দিকে ছুটে যায়। রেলের তরফে জানানো হয়েছে সাহসিকতার জন্য নাসিম এবং ওই রেলকর্মীকে পুরস্কৃত করা হবে।

Comments are closed.