এই নিয়ে টানা ৬ বার, ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক; বাড়তে পারে বাড়ি-গাড়ির ইএমআই 

বাজেট পেশের পর পরই ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বুধবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, বর্তমান রেপো রেট ২৫ বেসিস বাড়িয়ে করা হচ্ছে ৬.৫ শতাংশ। রেপো রেট বাড়ার ফলে, ফের একবার বাড়ি গাড়ির ইএমআই বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। 

রিজার্ভ ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে যে হরে ঋণ দেয়, সেই সুদের হারকেই বলা হয় রেপো রেট। ফলে রেপো রেট বাড়লে স্বাভাবিক কারণেই ব্যাঙ্কগুলির গ্রাহকদের ওপরেই সেই প্রভাব পড়বে। বাড়ি, গাড়ি বা কোনও বড় খরচের জন্য ব্যাঙ্কগুলি থেকে যে ঋণ নেওয়া হয়, তার ইএমআইও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যার জেরে বেশ কিছুটা চাপের মুখে পড়তে চলেছে সাধারণ মধ্যবিত্ত। 

কম দিনের ব্যবধানে এই নিয়ে টানা ছয় বার রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এর আগে ডিসেম্বরে ০.৩৫ শতাংশ বেড়েছিল রেপো রেট। তার পরে এই ফেব্রুয়ারিতে ফের একবার রেপো রেট বাড়ল। জানা গিয়েছে, আরবিআইয়ের মনিটর পলিসি কমিটির বৈঠকে রেপো রেট বৃদ্ধি নিয়ে আলোচনা হয়। এরপর ৬ জনের কমিটির মধ্যে চার জন রেপো রেট বৃদ্ধির পক্ষে ভোট দেন। 

Comments are closed.