বাংলার নাম উজ্জ্বল করে জাতীয় স্তরে রুপো জয় হাওড়ার খুদের

ফের বাংলার নাম উজ্জ্বল করল এক খুদে। জাতীয় স্তরে রুপো জিতল হাওড়ার বালক। হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দা শ্রীয়ন পাছাল জাতীয় স্তরে রুপো জিতে বাংলার নাম উজ্জ্বল করল। ক্যারাটে প্রতিযোগিতায় রুপো জিতল শ্রীয়ন। জাতীয়স্তরে নাম উঠে এল হাওড়ার শ্রীয়নের। ক্যারাটে ইন্ডিয়া অর্গানাইজেশনের জাতীয় প্রতিযোগিতায় রুপো জেতে সে।

হাওড়া রামকৃষ্ণ শিক্ষালয়ের ছাত্র শ্রীয়ন। মাত্র ৯ বছরেই জাতীয় স্তরে পদক জেতায় খুশির হাওয়া বেলগাছিয়ার শ্রীয়নের এলাকায়। পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ছোট থেকেই খেলার প্রতি ঝোঁক ছিল শ্রীয়নের। তাই তাকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় ক্যারাটের। হাওড়ার ক্যারাটে প্রশিক্ষক মনোরঞ্জন দাসের কাছে ক্যারাটে প্রশিক্ষন নেয় সে। আর মাত্র ৯ বছর বয়সেই রুপো জিতে বাংলার নাম উজ্জ্বল করল শ্রীয়ন। শ্রীয়নের কথায়, ভবিষ্যতে ক্যারাটে নিয়ে কেরিয়ার গড়তে চায় সে। সোনা জেতাই লক্ষ্য তাঁর। জাতীয় স্তরে সোনা জেতার পর বিশ্বের মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করার কথা জানিয়েছে সে।

কয়েকদিন আগেই হাওড়ার বাসিন্দা অচিন্ত্য শিউলি বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত্তোলনে সোনা জিতেছেন। ছোট থেকে খুব কষ্ট করে বড় হয়েছে অচিন্ত্য। তাঁর বাবা ছিলেন পেশায় ভ্যান চালক। সোনা জয় করে বাড়ি ফিরে আসার পর তাঁকে বিশেষ সম্মান জানানো হয়। অচিন্ত্য জানান, এবার অলিম্পিক্সে সোনা জয় করা তাঁর লক্ষ্য।

Comments are closed.