ত্রিপুরার আদিবাসী পর্ষদের ভোটে ভরাডুবি বিজেপির, জয়জয়কার টিপ্রার

২০১৫ সালে এই শেষ নির্বাচন হয়

ত্রিপুরার উপজাতি পর্ষদের ভোটে হার বিজেপির। মোট ২৮ টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৯ টি, টিপ্রা পেয়েছে ১৮ টি আসন।

প্রাক্তন কংগ্রেস প্রধান প্রদ্যোৎমাণিক দেবের হাতে তৈরী দল ত্রিপুরা ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিওনাল এলায়েন্স বা টিপ্রা।
২০২০ এর সেপ্টেম্বরে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়ে ত্রিপুরা রাজ পরিবারের সদস্য প্রদ্যোৎমাণিক তৈরি করেন টিপ্রা।

উপজাতি পরিষদে মোট ৩০ টি আসন রয়েছে। ২০ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছড়িয়ে থাকা পর্ষদের ২৮ টি আসনে ভোট হয় গত ৬ এপ্রিল। বাকি দুটির আসনের জন্য প্রতিনিধি নির্বাচিত করেন রাজ্যপাল।

২০১৫ সালে এই আসনগুলিতে শেষ নির্বাচন হয়। সে বছর ২৮ টি আসনের মধ্যে ২৫ টিতে জয় পেয়েছিল বামেরা। এবারের নির্বাচনে বামেদের প্রাপ্তি শূন্য।

তাৎপর্যপূর্ণ ভাবে ২০১৮ সালে বিধাসভা ভোটের পরিপ্রেক্ষিতে ওই আসনগুলিতে বিজেপি এগিয়ে ছিল।

Comments are closed.