অনির্দিষ্টকালের জন্য রবীন্দ্র সরোবরে বন্ধ রোয়িং অনুশীলন

অনির্দিষ্টকালের জন্য রবীন্দ্র সরোবরে বন্ধ রোয়িং অনুশীলন। রোয়িং অনুশীলনের সময় জলে ডুবে দুইজনের মৃত্যুর ঘটনার জেরে লালবাজারের বিশেষ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার চারটি রোয়িং ক্লাবের সদস্য, পুরসভা, কেএমডির সঙ্গে বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। এরপর তিনি জানান, দুর্ঘটনা এড়াতে এসওপি মেনে চলতে হবে। এসওপি তৈরি না হওয়া পর্যন্ত রোয়িং বন্ধ রাখতে হবে। এসওপির মধ্যে লেকে রেসকিউ বোট রাখতে হবে, লাইফ সেভার ও ডুবুরি রাখতে হবে।

এসওপি তৈরি হওয়ার পর তা ঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা দেখতে রাখা হবে একটি কমিটি। উল্লেখ্য,কয়েকদিন আগে বেঙ্গল রোয়িং ক্লাব, লেক ক্লাব, ক্যালকাটা রোয়িং ক্লাবের পাঁচটি বোট নিয়ে সরোবরে অনুশীলন করছিল ছাত্ররা। বিকেলে প্রায় ৯০ কিলোমিটার বেগে ঝড়ে আছড়ে পড়ে। রবীন্দ্র সরোবরে উলটে যায় রোয়িং বোট। তাতেই ছিল সাউথ পয়েন্ট স্কুলের ২ পড়ুয়া। এরপরই নানা প্রশ্ন উঠতে থাকে। বোট উলটে যাওয়ার পর উদ্ধারকারী টিম সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছিল কিনা, ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকার পরেও কীভাবে রোয়িং করার অনুমতি দেওয়া হল সেইসব নিয়ে প্রশ্ন উঠতে থাকে। তাই বৈঠক করেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

Comments are closed.