৭ অগাস্ট ইন্ডিয়ার বৈঠক দিল্লিতে, তৃণমূলের তরফে যোগ দেবেন অভিষেক ব্যানার্জি

আগামী ৭ অগাস্ট দিল্লিতে ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতে চ‍লেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বিরোধী জোটের নেতা তথা ন্যাশনাল কনফারেন্সের সুপ্রিমো ফারুক আবদুল্লা একটি সংবাদসংস্থাকে জানিয়েছেন, ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (‘সার’) এবং বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে এই বৈঠক ডাকা হয়েছে। ‘ইন্ডিয়া’ ব্লকের শরিক একাধিক নেতার বক্তব্য, এই বৈঠক ও নৈশভোজ রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত হতে পারে।

সংসদের দুই কক্ষের সংখ্যার নিরিখে বিরোধী শিবিরের মধ্যে কংগ্রেসের পরেই তৃণমূল দ্বিতীয় দল। জোড়াফুলের সর্বোচ্চ নেতৃত্বের কাছেও এই বৈঠকে অংশগ্রহণের আমন্ত্রণ এসেছে। জানা গিয়েছে, তৃণমূলের তরফে অভিষেক এই বৈঠক ও নৈশভোজে যোগ দিতে চলেছেন। সংসদের বাদল অধিবেশন শুরু হওয়ার আগে ‘ইন্ডিয়া’ ব্লকের নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে হয়েছিল।
বিহারের আসন্ন নির্বাচন ছাড়াও সামনে উপরাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে এনডিএ–র কে প্রার্থী হবেন, তা এখনও স্পষ্ট নয়। আগামী ৭ অগাস্ট ‘ইন্ডিয়া’ ব্লকের বৈঠকে উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী নিয়েও আলোচনা হতে পারে। শুক্রবার রাহুল গান্ধীজানিয়েছেন, নির্বাচন কমিশনকে হাতিয়ার করে কী ভাবে বিজেপি ভোট চুরি করেছে, তা নিয়ে বক্তব্য রাখবেন তিনি। এই প্রসঙ্গেই ফারুক শনিবার বলেন, ইন্ডিয়া ব্লকের সমস্ত নেতাকে আগামী ৭ তারিখ বৈঠকে আমন্ত্রণ করা হয়েছে।

Comments are closed.