রাজ্যে একমাত্র বিজেপির পুজোর (Salt Lake EZCC) উদ্বোধনে আসতে পারেন জেপি নাড্ডা

রাজ্যে বিজেপির একমাত্র পুজো উদ্বোধনে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। এমনই পরিকল্পনা করছে রাজ্য বিজেপি নেতৃত্ব। গত বছর সল্টলেকের ইজেডসিসি-তে প্রথম দুর্গাপুজো করে বিজেপি। ওই পুজোই ছিল রাজ্যে কোনও রাজনৈতিক দলের প্রথম দুর্গাপুজো। ২০২১ এর নির্বাচনকে মাথায় রেখে গত বছর থেকে ইজেডসিসি-তে বড় করে দুর্গাপুজো করেছিল বিজেপি।

গতবছর বাঙালির বেশে ষষ্ঠীর দিন দিল্লি থেকে ভার্চুয়ালি এই পুজোর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতবছর পুজোর সবকটা দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল বিজেপি। কিন্তু এইবার করোনা আবহে এসব কিছু হচ্ছে না। সূত্রের খবর এই বছরভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন না নরেন্দ্র মোদী। বাংলায় এসে বিজেপির এই পুজোর উদ্বোধন করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

দলের একটা অংশের মনে হয়েছিল, পুজো না করলে সাধারণ মানুষ মনে করতে পারে, বিধানসভা ভোটে হারের জন্য এবার পুজো করছে না বিজেপি। কিন্তু গত বছর পুজোর উদ্যোক্তা ছিলেন, কৈলাস বিজয়বর্গীয় ও মুকুল রায়। কিন্তু এখন মুকুল রায় তৃণমূলে আর কেন্দ্রীয় পর্যবেক্ষকের ভূমিকায় নেই কৈলাস বিজয়বর্গীয়। তবে গত বারের এই পুজোয় রাজী ছিলেননা দলের তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এইবারও পুজোর উদ্যোক্তাদের তালিকায় নেই দিলীপ ঘোষের নাম। এই নিয়ে বিজেপির রাজ্য সম্পাদক সব্যসাচী দত্ত জানিয়েছেন, গত বার ছিল ভোটের পুজো। এ বার ভোট নেই। তাই পুজোরও মান নেই। তবে এই বছর পুজোর দায়িত্বে কারা থাকবেন, সেই নিয়ে তৈরী হয়েছে জল্পনা।

Comments are closed.