মনোনয়ন জমা দিলেন শোভনদেব সহ ৪ তৃণমূল প্রার্থী 

মনোনয়ন জমা দিলেন খড়দার তৃণমূল প্রার্থী শোভনদেব চ্যাটার্জি। বৃহস্পতিবার খড়দার শ্যাম মন্দিরে পুজো দিয়ে ব্যারাকপুর মহকুমা শাসকের অফিসে গিয়ে মনোয়ন জমা দিন তিনি। 

একুশের নির্বাচনে ফলাফল বেরোনোর আগে কভিডে আক্রান্ত হয়ে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহা মারা যান। উপনির্বাচনে বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে সাংসদ অর্জুন সিংহ ঘনিষ্ঠ জয় সাহাকে। ভবানীপুর কেন্দ্রে ইস্তফার পরেই খড়দায় এসে জনসংযোগ শুরু করে দেন শোভনদেব চ্যাটার্জি। ছোটো ছোটো জনসভার মাধ্যমে ভোটের প্রচার সারছেন তিনি। এদিনও মনোয়ন জমা দিয়ে ভোট প্রচারে বেরোনোর কথা রয়েছে তাঁর।  

এদিকে বাকি তিন কেন্দ্রেও মনোয়ন জমা দিয়েছেন তৃণমূল প্রার্থীরা। দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহও বুধবার মনোয়ন জমা দিয়েছেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে সামান্য ভোটের ব্যবধানে হারেন তিনি। নিশীথ সাংসদ থেকে যাওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন। 

 মনোনয়ন জমা দিয়েছেন গোসাবার তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডল। বুধবার ক্যানিং মহকুমা শাসকের দফতরে গিয়ে তিনি মনোয়ন পত্র জমা দেন। বুধবারই মনোয়নপত্র জমা দিয়েছেন শান্তিপুরের তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীকে। নাম ঘোষণার পর থেকেই জোর কদমে প্রচার শুরু করেছেন তিনি।       

Comments are closed.