অক্সিজেন ট্যাঙ্কার বা সিলিন্ডার পরিবহণে গ্রিন করিডোর দেবে কলকাতা পুলিশ

গ্রিন করিডোর করে ট্যাঙ্কার বা সিলিন্ডার পৌঁছে দেবে কলকাতা পুলিশ

অক্সিজেন ট্যাঙ্কার বা সিলিন্ডার যাতে আরও দ্রুত হাসপাতালে পৌঁছনো যায় সেদিকে তাকিয়ে গ্রিন করিডোর করার সিদ্ধান্ত নিল লালবাজার। হাসপাতাল, অক্সিজেন সরবরাহকারী সংস্থা ও সংশ্লিষ্ট সকলকে কলকাতা পুলিশ জানিয়েছে, তেমন পরিস্থিতি হলেই যেন যোগাযোগ করা হয়। গ্রিন করিডোর করে ট্যাঙ্কার বা সিলিন্ডার পৌঁছে দেবে কলকাতা পুলিশ।

রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ক্রমেই বাড়ছে। দৈনিক সংক্রমণেও লাগামছাড়া। ইতিমধ্যে সরকারি হাসপাতালগুলিতে বেড বাড়ানো থেকে শুরু করে অ্যাম্বুলেন্স পরিষেবা একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। এবার সহযোগিতার হাত বাড়িয়ে দিল কলকাতা পুলিশ।

অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করে দুটি হেল্পলাইন নম্বর। ক্যাপশনে লেখা, কলকাতা শহরে অক্সিজেন ট্যাঙ্কার/সিলিন্ডার যাতে সংশ্লিষ্ট স্থানে দ্রুত পৌঁছাতে পারে তার জন্য গ্রিন করিডোরের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। হাসপাতাল, অক্সিজেন সরবরাহকারী সংস্থা ও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ প্রয়োজনে পরিবহন সংক্রান্ত সহযোগিতার জন্য নিচের নম্বরে যোগাযোগ করুন।

দৈনিক সংক্রমণ থেকে মৃত্যু, প্রতিনিয়ত ভয়ঙ্কর সব রেকর্ড গড়ে চলেছে ভারত। পশ্চিমবঙ্গেও করোনার রূপ ভয়ঙ্কর হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৯৯২ জন। রাজ্যে একদিনে ৬৮ জনের মৃত্যু হয়েছে।

Comments are closed.