অ্যাম্বুলেন্সের অভাব পূরণে শহরে ওলা-উবর ক্যাব, ট্যুইট করে জানালেন সূর্যকান্ত মিশ্র

আপাতত ৩০ টি ক্যাব এই পরিষেবা দেবে

রাজ্যে গড়ে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১৫ হাজারের কাছাকাছি। করোনার দ্বিতীয় ঢেউয়ে যেমন অক্সিজেন, এবং হাসপাতালে বেডের তীব্র অভাব দেখা দিয়েছে, একই ভাবে রাজ্যে বেহাল অবস্থা অ্যাম্বুলেন্স পরিষেবার। অ্যাম্বুলেন্সে পরিষেবা সচল রাখতে এবার উদ্যোগ নিল সিপিএমের শ্রমিক সংগঠন সিটু।

সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের ট্যুইট থেকে জানা যাচ্ছে, কলকাতা ওলা উবর অ্যাপ ক্যাব অপারেটর এন্ড ড্রাইভার ইউনিয়ন সিটুর তরফে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়েছে।

আপাতত ৩০ টি ক্যাব এই পরিষেবা দেবে। ট্যুইটে চারজন স্বেচ্ছা সেবকের নাম্বার দেওয়া হয়েছে। ২৪ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য ওই নাম্বার গুলিতে যোগাযোগ করতে হবে। করোনা রোগী নিয়ে যাওয়ার জন্যই মূলত এই ব্যবস্থা।

করোনা রুগী নিয়ে যাওয়ার পাশাপাশি, অফিসিয়াল কাজে, অন্যান্য মেডিক্যাল এমার্জেন্সিতেও হাজির থাকবে সিপিএমের এই ক্যাব।
মঙ্গলবার ক্যাবের তথ্য সংক্রান্ত ছবি ট্যুইট করে ক্যাপশনে সূর্যকান্ত মিশ্র লেখেন, কমরেডদের লাল সেলাম জানাই।

প্রথম পর্যায়ে লকডাউনে সিপিএমের উদ্যোগে শ্রমজীবি ক্যান্টিন চালু করা হয়, যা সারা রাজ্যে বিপুল সারা ফেলে। পাশাপাশি বাড়ি বাড়ি চাল, ডাল পৌঁছে দেন বামপন্থীরা।
করোনার দ্বিতীয় ঢেউয়েও যখন নাজেহাল রাজ্যবাসী সেই সময়েও সিপিএম সদস্যদের নিয়ে রেড ভলান্টিয়ার্স তৈরী করেছে। যাঁদের কাজ করোনা আক্রান্তদের বাড়িতে ঔষুধ সহ অন্যান্য জরুরি জিনিস পৌঁছে দেওয়া। ইতিমধ্যেই সিপিএমের ছাত্র সংগঠনের এই উদ্যোগ মানুষের প্রশংসা কুড়িয়েছে।

Comments are closed.