প্রত্যাশামতই আস্থাভোটে জিতে কর্ণাটকে সরকার গড়লেন কুমারস্বামী, ওয়াক আউট বিজেপির

প্রত্যাশা মাফিক শুক্রবার কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটে জয়ী হলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। যদিও আস্থা ভোটের পরেই বিধানসভা কক্ষ থেকে ওয়াক আউট করে বিজেপি।  ২২৫ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভায় দু’জন নির্দল বিধায়কের সমর্থনসহ মোট ১১৭ জনের সমর্থন রয়েছে কংগ্রেস-জেডিএসের ঝুলিতে। ১৫ মে কর্ণাটক বিধানসভার নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই সরকার গঠন নিয়ে বিজেপি এবং কংগ্রেস ও তাদের জোটসঙ্গী জেডিএসের মধ্যে চূড়ান্ত নাটকীয়তা শুরু হয়। বিজেপি এককভাবে ১০৪ টি আসন পায়। তবে ম্যাজিক ফিগার ১১২ তে না পৌছতে পারলেও মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজেপির ইয়েদুরাপ্পা। শেষ পর্যন্ত সরকার গঠনের লড়াই পৌঁছোয় সুপ্রিমকোর্ট পর্যন্ত। শীর্ষ আদালত ইয়েদুরাপ্পাকে ২৪ ঘন্টার মধ্যে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের নির্দেশ দেন। আস্থা ভোটের মুখোমুখি হওয়ার আগেই ইস্থফা দেন ইয়েদুরাপ্পা। শেষ পর্যন্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বুধবার, ২৩ শে মে শপথ নেন  জেডিএসের কুমারস্বামী। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নেন কংগ্রেসের পরমেশ্বর। টানা ১০ দিনের অনিশ্চয়তার পর অবশেষে সরকার গঠিত হল কর্ণাটকে।

Leave A Reply

Your email address will not be published.