দূর্গাপূজায় ৫০ হাজার কোটি রোজগার হয়েছে, পুজোয় সব থেকে বেশি লাভ হয় গরিবদের: মমতা 

দূর্গাপুজোয় ক্লাবগুলোকে অনুদান দেওয়া নিয়ে একাধিকবার বিরোধীরা তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। এবার তা নিয়ে বিরোধীদের একহাত নিলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর কথায়, অনেকেই বলেন ক্লাবগুলোকে কেন ৬০ হাজার টাকা করে দিই? কই তাঁরা তো জিজ্ঞেস করেনা পুজোয় ফুচকা, ঘুগনিটা কেন খাচ্ছ? এ বছর পুজোয় ৫০ হাজার কোটি টাকা রোজগার হয়েছে। পুজোতে সবথেকে বেশি লাভ হয় গরিবদের। একটা পুজোকে কেন্দ্র করে কত কর্মসংস্থান গড়ে ওঠে। 

রাজ্যে দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা বিরাট কেনা কাটার বাজার তৈরি হয়। ফুচকা, ঘুগনি, ঝালমুড়ির মতো ছোটো ছোটো দোকানদারদের এই কদিন বিক্রি অনেকটাই বেড়ে যায়। যার ফলে পুজোর এই কটাদিন  তাঁদের বাড়তি কিছু রোজগার হয়। অনেকের মতে, মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে বলতে চেয়েছেন। পুজোগুলো যাতে আরও সমারোহের সাথে হয়, এবং তাঁকে কেন্দ্র করে যে কেনাকাটা তা যাতে সচল থাকে, সে কারণেই ক্লাবগুলোকে উৎসাহ দিতে এই অনুদান, এমনটাই দাবি করেছেন তিনি। 

এদিন ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজয়া সম্মেলনীতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি একাধিক ইস্যুতে বিরোধীদেরও  একহাত নেন তৃণমূল নেত্রী।  

Comments are closed.