৪ পুরসভার ভোট পিছোতে কমিশনের কাছে আবেদন তৃণমূলের, ১২ ফেব্রুয়ারি হতে পারে ভোট 

করোনা আবহে চার পুরসভার ভোট ৪ থেকে ৬ সপ্তাহ পিছিয়ে দেওয়া যাওয়া কিনা, তা নিয়ে ৪৮ ঘন্টার মধ্যে কমিশনকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই আবহে নির্বাচন কমিশনের কাছে রাজ্যের শাসক দল ২-৩ সপ্তাহ পুরভোটে পিছিয়ে দিতে আবেদন করেছে। সূত্রের খবর এমনটাই। 

জানা গিয়েছে, এরপর রাজ্য সরকারও কমিশনকে একই আবেদন করতে পারে। সূত্রের খবর, শনিবার রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে নির্বাচন কমিশনারের বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকেই ভোট পিছনের ব্যাপারে কমিশনকে সুপারিশ করতে পারে রাজ্য। 

আগামী ২২ জানুয়ারি বিধাননগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি এই চার পুরসভার ভোট হওয়ার কথা ছিল। কিন্তু রাজ্যের বেড়ে চলা করোনা পরিস্থিতির জেরে ভোট পিছিয়ে দেওয়ার দাবি করে আদালতে মামলা দায়ের হয়। সেই মামলায় শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ভোট পিছিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র কমিশনের। 

উল্লেখ, রাজ্য বিজেপির তরফ থেকেও এদিন ফের একবার নির্বাচন কমিশনকে চার পুরসভার ভোট পিছিয়ে দিতে আবেদন করা হয়েছে। 

Comments are closed.