গণতন্ত্রকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হচ্ছে; উদ্ধব ঠাকরের সুবিচার চাই: মমতা 

মহারাষ্ট্রের ‘সংকট’ নিয়ে এবার মুখ খুললেন মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার নবান্নের সংবাদিক বৈঠক থেকে মহারাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতির জন্য বিজেপিকে একের পর এক তোপ দেগেছেন তৃণমূল নেত্রী। বলেন, মহারাষ্ট্রের পরিস্থিতি দেখে আমি হতবাক। সেই সঙ্গে শিবসেনা প্রধানের পাশে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী সাফ বলেন, উদ্ধব ঠাকরের সুবিচার চাই। দেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য সুবিচার চাইছি। 

পদ্ম শিবিরকে তোপ দেগে তৃণমূলনেত্রী বলেন, মানুষের দ্বারা একটি নির্বাচিত সরকারকে অনৈতিকভাবে ভেঙে ফেলা হচ্ছে। দেশে কোনও গণতন্ত্র নেই। কেন্দ্রীয় এজেন্সি নিয়েও এদিন মোদী সরকারকে তোপ দেগেছেন মমতা ব্যানার্জি। বলেন, সরকার ভাঙতে বিজেপি জলের মতো পয়সা ঢালছে। এটা দুর্নীতি নয়? টাকা, ইডি, সিবিআই দিয়ে দল ভাঙানো হচ্ছে। বিজেপিকে তাঁর কটাক্ষ, ক্ষমতায় আছে, তাই টাকার ক্ষমতা, এজেন্সির ক্ষমতা দেখাচ্ছে। কিন্তু যখন ক্ষমতাচ্যুত হবেন! গণতন্ত্রকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলা হচ্ছে। এখানেই না থিম মুখ্যমন্ত্রী আরও বলেন, ওরা মহারাষ্ট্রের পর অন্য রাজ্যকেও টার্গেট করবে। কিন্তু এটা হতে দেওয়া যায় না। তারপরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে তৃণমূল নেত্রী বলেন, মানুষের জন্য, সংবিধানের জন্য, গণতন্ত্রের জন্য আমরা সুবিচার চাই। 

  

Comments are closed.