রাজীব কুমারের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাইছে সিবিআই, সুপ্রিম কোর্টে সওয়াল মনু সিংভির

রাজীব কুমারকে কেন নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই, সুপ্রিম কোর্টে সেই অভিযোগ সংক্রান্ত তথ্য জমা দিল সিবিআই। বুধবার সিবিআইয়ের তরফে দাবি করা হয়, সারদা চিট ফান্ড মামলায় প্রভাবশালীদের আড়াল করতে তথ্য বিকৃত ও নষ্ট করেছেন তৎকালীন সিট প্রধান রাজীব কুমার। অন্যদিকে, কলকাতার প্রাক্তন সিপি রাজীব কুমারের পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতে সওয়াল করেন, সিবিআইয়ের এক পদস্থ অফিসারের বিরুদ্ধে তদন্ত করার জন্যই তাঁর মক্কেলকে রাজনৈতিক উদ্দেশ্যে ফাঁসানো হচ্ছে। ২০১৪ সালে চিট ফান্ড মামলায় তদন্ত শুরু করেছিলেন তৎকালীন সিট প্রধান রাজীব কুমার। ২০১৯ সালে এসে সিবিআইয়ের হঠাৎ মনে হল রাজীব কুমার মামলায় সহযোগিতা করছেন না, সেই প্রশ্নও তোলেন আইজীবী মনু সিংভি। এছাড়া, এক সিবিআই অফিসারের বিরুদ্ধে পুলিশ তদন্ত করছে বলেও আদালতে জানান রাজীব কুমারের আইনজীবী। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার। পাশাপাশি, বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন রাজীব কুমার।

Comments are closed.