বিধায়ক লাভলি মৈত্রকে খুনের হুমকি দিয়ে গলসি থেকে গ্রেফতার বিজেপি কর্মী

শুক্রবার সকালে এক বিজেপি কর্মী তৃণমূল বিধায়ককে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন

সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্রকে খুনের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেফতার এক বিজেপি কর্মী।

শুক্রবার সকালে এক বিজেপি কর্মী তৃণমূল বিধায়ককে ফোন করে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। সেই সঙ্গে তাঁকে হোয়াটসঅ্যাপে অশ্লীল ম্যাসেজ পাঠান বলেও অভিযোগ। বিধায়কের অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে বর্ধমানের গলসি থেকে এক বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত বিজেপি কর্মীর নাম সৌমেন ঘোষাল।

লাভলি মৈত্র জানান, সকালে একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করা হয়। ফোনের অপরপ্রান্ত থেকে এক ব্যক্তি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। প্র্যাংক কল ভেবে লাভলি নাম্বারটি ব্লক করে দেন। কিন্তু বিধায়কের দাবি, পরে হোয়াটসঅ্যাপে তাঁকে বেশ কিছু অশ্লীল ম্যাসেজ পাঠানো হয়। অভিনেতা আরও জানান, প্রত্যেকটি ম্যাসেজের শেষে বিজেপি কথাটি উল্লেখ করা ছিল। তিনি পুলিশের দ্বারস্থ হন। তাঁর কেন্দ্র দক্ষিণ সোনারপুর থানাতেই তিনি অভিযোগ দায়ের করেন।

ঘটনার তদন্তে নেমে শুক্রবার রাতে পুলিশ গলসি থেকে বিজেপি কর্মীকে গ্রেফতার করে। জানা যাচ্ছে, ধৃতের বিরুদ্ধে আইটি অ্যাক্টে মামলা দায়ের করেছে পুলিশ।

বিজেপিকে আক্রমণ শানিয়ে লাভলির বক্তব্য, বিজেপি অভিযোগ করছে তৃণমূল হিংসা ছড়াচ্ছে, কিন্তু আমায় করা ম্যাসেজগুলো প্রমাণ, কারা হিংসা ছড়াচ্ছে। গেরুয়া শিবিরকে তীব্র কটাক্ষ করে বলেন, বিজেপির এই নোংরা খেলা বন্ধ করা উচিত। একটি দল গো হারা হেরে যাওয়ার পরেও এই ভাষায় ম্যাসেজ করে প্রতিপক্ষকে উত্যক্ত করতে পারে! ভেবেই আমার অবাক লাগছে।

সবমিলিয়ে সদ্য নির্বাচিত বিধায়ককে এ ধরনের হুমকির ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ধৃত বিজপি কর্মী কেন এরকম কাজ করলেন সে ব্যাপারে কিছু জানা যায়নি।

Comments are closed.